শ্রীপুরের পুত্রবধূ নাসরিন আক্তার হলেন রাজবাড়ির সংরক্ষিত নারী আসনের এমপি

0
159
শ্রীপুরের পুত্রবধূ নাসরিন আক্তার হলেন রাজবাড়ির সংরক্ষিত নারী আসনের এমপি

শ্রীপুরের পুত্রবধূ নাসরিন আক্তার হলেন রাজবাড়ির সংরক্ষিত নারী আসনের এমপি

সংরক্ষিত মহিলা আসন ৩৮  রাজবাড়ি থেকে এমপি  হিসেবে মনোনিত করা হয়েছে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরের মেয়ে এবং মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামের এ্যাড. কাজী রেজাউল ইসলাম এর স্ত্রী ।  এ্যাডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক ।

খোদেজা নাসরিন আক্তার হোসেন কে মহিলা এমপি নির্বাচিত করায় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। তাকে দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে সংরক্ষিত মহিলা আসন ৩৮ – এর এমপি হিসেবে মনোনিত করেছেন। তিনি আরো বলেন,তার  নাম সংরক্ষিত মহিলা আসনের আঃলীগের মনোনিত এমপিদের তালিকার ২৭ নং সিরিয়ালে রয়েছে।

২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনকালীন সময়ে দূর্বৃত্তরা পেট্রোল বোমা দিয়ে বিহঙ্গ পরিবহনের একটি বাস পুড়িয়ে দেয়। ওই বাসে তখন তিনি আদালত থেকে বাসায় ফিরছিলেন। আগুনে সে সময় তার শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে যায়।

তিনি  বলেন, রাজবাড়ী জেলার উন্নয়নের গতিধারা অব্যাহত রাখা এবং। মাদক ও দূর্নীতির বিরুদ্ধে লড়াই হবে তার প্রধান কাজ।তিনি রাজবাড়ি এবং মাগুরাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।